উত্তর কুমার নাকি সিগারেট কুমার

 ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।। এটা হাল আমলের বিধিমত সতর্কিকরন। তামাক বা সিগারেট ভিলেন হলেও সেকালের বুদ্ধিদীপ্ত এবং আভিজাত‍্যের প্রতীক ছিল। কত লেখক বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়ে, কত গোয়েন্দা গল্পের রহস্য উদ্ঘাটন করে ফেলেছিলেন। সিনেমার নায়কদের সিগারেট খাওয়া তো একটা স্টাইল স্টেটমেন্ট বটেই।

  উত্তম কুমার 'অভিনীত নায়ক ছবিতে' সিগারেট খাওয়ার দৃশ‍্যটা আইকনিক হয়ে আছে! একসময়ে বিভিন্ন কোম্পানির সিগারেট টিনের কৌটায় পাওয়া যেত। এগুলোই ছিল আমাদের ছোটবেলায় স্কুলের টিফিন বক্স। খালি কৌটায় করে মা কখনও মুড়ি-মুড়কি, বা মুড়ি-বাতাসা, কখনও মুড়ির সাথে চানাচুর বা ছোলা ভাজা দিতেন।স্কুলের বন্ধুদের সঙ্গে ভাগ করে খেতাম। তাতেই ছিল কি আনন্দ !! আজ সময়ের সাথেই সব পাল্টে গেছে। এই কৌটো দিয়ে অনেকেই জিনিসের ওজন মাপতেন। এক কৌটা মানে এক পোয়া।। আজ শুধুই নষ্টালজিয়া!!

Comments

Popular posts from this blog

মুর্খের সাথে কখনো তর্কে যেওনা

No Dorai (2019) Bangla Movie Download & Watch Online WEB-Rip 480P, 720p & 1080p

জিনিয়াস বা অতিবুদ্ধিমান হওয়ার মুলমন্ত্র কি মানসিক রোগী হওয়া?