Posts

Showing posts from October, 2022

Dev Da

 গতকাল প্রজাপতির পোস্টার রিলিজ পাবার পর থেকে অনেক মানুষই সেটা কে "সিরিয়াল" মার্কা সিনেমা বলে সম্বোধন করছে।    Subscribe To Unlock Download   Checking...... এবং বেশ কিছু দেব অনুরাগীরা বলে যাচ্ছে - "ডায়ালগ আর অ্যাকশন না থাকা মনেই কি সেটা সিরিয়াল", "টনিক , প্রজাপতি অন্য ধরনের কমার্শিয়াল সিনেমা" " শুধু অ্যাকশন নাই বলে কি হলো, এটা সিরিয়াল না" "সব বাংলা সিনেমা কে সিরিয়াল বলা হয়ে" ইত্যাদি। তাদের উদ্দেশে একটা কথা জানিয়ে রাখা হক - "ড্রাকুলা স্যার, গুমনামি, প্রাক্তন, ইত্যাদিকে কেও সিরিয়াল বলে না। এমন কি "বুনোহাঁস" কেও কোনো ব্যাক্তি সিরিয়াল বলে না।  এগুলিতেও কোনো অ্যাকশন বা মাস মোমেন্টস নাই। আসলে সিরিয়াল এর মত করে সিনেমা বানালে ওগুলো কে সিরিয়ালি বলা হবে ।  টনিক, সঞ্ঝবাতি,কিশমিশ  বা এখন প্রজাপতি হোক,এগুলা সবই সিরিয়াল এর মত করে বানানো। হালকা মেলোড্রামা,একটু জ্ঞ্যান, আর একটা সেকশন অফ অডিয়েন্স কে ক্যাটার করে বানানো ফর্মুলা সিনেমা।  X = prem এবং কিশমিশ দুটোই রোমান্টিক ঘরণার সিনেমা হিসেবে প্রমোট করা হয়েছ

মনিব এবং তার বুদ্ধিমান কুকুর

 শিক্ষণীয় গল্প: মনিব এবং তার বুদ্ধিমান কুকুর   Subscribe To Unlock Download   Checking...... একজন বিত্তবান লোক সিদ্ধান্ত নিলেন, আফ্রিকার জঙ্গলে শিকারের উদ্দেশ্যে কিছুদিনের জন্য ঘুরে আসবেন। তাই তিনি একমাত্র সহকারী হিসেবে তার বিশ্বস্থ কুকুরটিকে নিয়ে বের হয়ে পড়লেন। একদিন, কুকুরটি একটা প্রজাপতিকে খেলাচ্ছলে তাড়া করতে করতে হঠাৎ লক্ষ্য করল যে সে তার বাসস্থান থেকে অনেক দূরে চলে এসেছে এবং পথ হারিয়ে ফেলেছে। তাই সে পথভ্রষ্ট হয়ে উদ্দেশ্যহীনভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। এমতাবস্থায় হঠাৎ সে খেয়াল করল একটা চিতা মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে তার দিকে ক্ষিপ্রবেগে ছুটে আসছে। কুকুরটা নিজের মনে মনে ভাবল “মহা বিপদে পড়লাম দেখি!” তারপর সে খেয়াল করল পাশেই মাটির উপর কিছু হাড় পরে আছে। তৎক্ষনাৎ সে হাড়গুলোর কাছে গেল এবং তার দিকে আসা চিতার দিকে পিছন ফিরে হাড়গুলো চিবোতে শুরু করল। ঠিক যখন চিতাটা লাফ দিয়ে তাকে ধরার জন্য প্রস্তুত হচ্ছে ঠিক তখনি কুকুরটা জোড়ালো কন্ঠে বলা শুরু করল- “চিতাটা তো খুব-ই মুখরুচক, মনে হয় এদিকে আশেপাশে খুজলে এরকম আরও পাওয়া যাবে।” বলার সাথে সাথে সে একটা জোরালো ঢেকুর

Horror story with nightmare

Image
 ⚠️ সোনাইছড়ী_ট্রেইলের_ভুতুড়ে_বাস্তব_ঘটনা যেখান থেকে শুরু করা যায় সেটা হলো সোনাইছড়ী যাওয়ার জন্য দুদিন আগে থেকেই প্লানিং চলছিলো,   Subscribe To Unlock Download   Checking...... ঘটনাটি হলো গত বছরের মার্চ মাসের তো গত ১৮-০৩-২০২১ রোজ বৃহস্পতিবার আমি সাতজন টিম মেম্বার দের নিয়ে বিকেলের আগেই রওনা হয়ে যাই সোনাইছড়ী ট্রেইল মিরসরাই হাদীফকিরহাটের উদ্দেশ্যে।  আমরা সবাই বিকেল ৫ টা ৪০ এ পৌঁছে যাই সেখানে। তো সবাই বিকেলের নাস্তা করে বারবিকিউ এর জন্য মুরগী আর যাবতীয় জিনিস নিয়ে রওনা হয়ে যাই সোনাইছড়ী ট্রেইলের পথে। আমাদের কিছু মেম্বার দেরিতে আসার কারনে সন্ধ্যা হয়ে যায় ট্রেইলে ঢুকতে ঢুকতে,  যাই হোক আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে আজকে আর রাতে ট্রেইলে ঢুকবো না রিস্ক নিয়ে লাভ নেই শুধু শুধু বিপদের সম্মুখীন হতে হবে পরে। পরে আমি একটা জায়গা ঠিক করলাম যেই জায়গাটি ক্যাম্পেইন করার জন্য আদর্শ জায়গাও বলতে পারেন। জায়গাটি ছিলো বসতবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কতগুলো আমগাছের নিচে। ঠিক আম গাছের পাশেই আমি তাবু ফিটিং করবো ভাবলাম এবং সবার মতামতের ভিত্তিতে এখানেই আমরা তাবু ফিটিং এবং বারবিকিউ এর আয়োজন করল

if you are the middle finger you can find the middle finger

Image
 একবার চাকরীর ইন্টারভিউতে একজনকে কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করে সেই প্রশ্ন শুনে প্রায় ২০০ জন মানুষ চুপ হয়ে যায়!   Subscribe To Unlock Download   Checking...... প্রশ্নটা এমন ছিল, মনে করুন- এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ী ড্রাইভিং করছেন আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে ৩ জন লোক দাঁড়িয়ে আছে। প্রথমজন একজন সুন্দরী নারী যাকে আপনি মনপ্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান। দ্বিতীয়জন আপনার খুব পুরোনো এক বন্ধু যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল এবং তৃতীয়জন এক বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ্য দেখাচ্ছিল। আপনার গাড়িতে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব। এমতবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন? বৃদ্ধাকে ? কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং তিনজনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ। আপনি আপনার বন্ধুকে উঠাতে পারেন কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল। কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দু-জনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটি হারাতে না চান। প্রায় ২০০ জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা আর তাকেই চাকরীটা দেওয়া হয়েছিল। জানেন, স