Dev Da
গতকাল প্রজাপতির পোস্টার রিলিজ পাবার পর থেকে অনেক মানুষই সেটা কে "সিরিয়াল" মার্কা সিনেমা বলে সম্বোধন করছে। Subscribe To Unlock Download Checking...... এবং বেশ কিছু দেব অনুরাগীরা বলে যাচ্ছে - "ডায়ালগ আর অ্যাকশন না থাকা মনেই কি সেটা সিরিয়াল", "টনিক , প্রজাপতি অন্য ধরনের কমার্শিয়াল সিনেমা" " শুধু অ্যাকশন নাই বলে কি হলো, এটা সিরিয়াল না" "সব বাংলা সিনেমা কে সিরিয়াল বলা হয়ে" ইত্যাদি। তাদের উদ্দেশে একটা কথা জানিয়ে রাখা হক - "ড্রাকুলা স্যার, গুমনামি, প্রাক্তন, ইত্যাদিকে কেও সিরিয়াল বলে না। এমন কি "বুনোহাঁস" কেও কোনো ব্যাক্তি সিরিয়াল বলে না। এগুলিতেও কোনো অ্যাকশন বা মাস মোমেন্টস নাই। আসলে সিরিয়াল এর মত করে সিনেমা বানালে ওগুলো কে সিরিয়ালি বলা হবে । টনিক, সঞ্ঝবাতি,কিশমিশ বা এখন প্রজাপতি হোক,এগুলা সবই সিরিয়াল এর মত করে বানানো। হালকা মেলোড্রামা,একটু জ্ঞ্যান, আর একটা সেকশন অফ অডিয়েন্স কে ক্যাটার করে বানানো ফর্মুলা সিনেমা। X = prem এবং কিশমিশ দুটোই রোমান্টিক ঘরণার সিনেমা হিসেবে প্রমোট করা হয়েছ...