Posts

Showing posts from September, 2022

মুর্খের সাথে কখনো তর্কে যেওনা

 শিক্ষনীয় গল্পঃ একদিন গাধা বাঘকে বলল — "ঘাসের রং নীল। "   Subscribe To Unlock Download   Checking...... বাঘ উত্তর দিল — "না, ঘাসের রং সবুজ। " কিছুক্ষনের মধ্যেই দু'জনের আলোচনা তুমুল তর্কে পরিণত হলে, তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হল। রাজদরবারে সিংহের কাছে পৌঁছানোর আগেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল — " মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কি না?" সিংহ উত্তর দিল -- " হ্যাঁ, ঘাসের রং নীল।" গাধা তাড়াতাড়ি সিংহের কাছে পৌঁছালো এবং বলতে থাকল —" বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে। ওকে শাস্তি দিন।" সিংহ তখন ঘোষণা করল --" বাঘকে ৫ বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া হল।" গাধা খুশিতে লাফাতে লাগল এবং বলতে বলতে চলে গেল — " ঘাসের রং নীল, ঘাসের রং নীল।" বাঘ শাস্তি মেনে নিল, কিন্তু সিংহকে জিজ্ঞাসা করল —" মহারাজ, আপনি আমায় শাস্তি দিলেন কেন যখন ঘাসের রং সত্যিই সবুজ।" সিংহ বলল —" ঠিক, ঘাসের রং সবুজ।" বাঘ জিজ্ঞাসা করল —" তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন?"

বাবার গল্প

Image
নীতিগল্প ঃ বাবা জীবনের দামি উপহার নীতি গল্প: বাবা জীবনের একটি দামি উপহার   Subscribe To Unlock Get Link   Checking...... একটা প্লেন উড়ছিল মেঘের মধ্যে দিয়ে হঠাৎ করে বজ্রপাতের আঘাতে প্লেনটা তার Balance হারিয়ে ফেলল। প্লেনের সব যাত্রী ভয়ে চিৎকার করতে লাগলো। কিন্তু একটা ছোট্ট মেয়ে তার পুতুল নিয়ে নির্ভয়ে চুপচাপ খেলছিল। ঘণ্টা খানেক পর প্লেনটা নিরাপদে অবতরন করলো কাছের একটা এয়ারপোর্টে। একটা লোক ছোট্ট মেয়েটাকে প্রশ্ন করলোঃ— “আমরা যখন সবাই ভয়ে চিৎকার করছিলাম তখন তোমার কোন ভয় হচ্ছিল না??” ⇓ ⇓ ⇓ ⇓ মেয়েটা হাসল আর বললঃ—“আমার বাবা হলেন এই প্লেনের পাইলট আর আমি জানতাম আমি নিরাপদেই থাকব কারণ বাবা আমাকে বলেছেন আমি সাথে থাকলে তোমার কোন ভয় নেই। #শিক্ষামূলক_গল্প #গল্পের_আসর